NVS Recruitment 2022:নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti) বা এনভিএস (NVS)-এ নিয়োগ করা হবে। আগ্রহীদের কাছে থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। সেখানে গ্রুপ এ,নবোদয়বিদ্যালয়ে১৯২৫পদেচাকরিআবেদনশেষদিনকবে বি এবং সি পদে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন: আরও পড়ুন: এখানে মানেনবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti) বা এনভিএস (NVS)-এ আবেদন করার শেষ দিন ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ। সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটি হল navodaya.gov.in। বিভিন্ন পদে সেখানে চাকরির সুযোগ রয়েছে।সেখানে ১.৯২৫টি পদে নিয়োগ করা হবে।আরও পড়ুন: এক-একটি পদের জন্য এক-এক রকম শিক্ষার যোগ্যতা প্রয়োজন। এ ব্যাপারে বিজ্ঞাপনে বিস্তারিত বলা রয়েছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, আবেদন করার আদে সে ব্য়াপারে খুঁটিয়ে দেখে নিতে।আরও পড়ুন:অ্যাসিস্ট্যান্ট কমিশনার, জুনিয়ার ইঞ্জিনিয়র (সিভিল) পদে বাছাই করার জন্য নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)। এবং তারপর হবে ইন্টারভিউ।আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট কমিশনার - ১,৫০০ টাকাফিমেল স্টাফ নার্স - ১,২০০ টাকাল্যাব অ্যাটেন্ডেন্ট, মাস হেল্পার এবং এমটিএস - ৭৫০অন্যান্য - ১,০০০ টাকাসরকারি বিজ্ঞপ্তির জন্য ।